উপাচার্য নিয়োগে কি রাজনৈতিক পক্ষপাতিত্ব হচ্ছে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ যেন সরকার দলীয় সংগঠনের পদে পরিণত হচ্ছে। দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে- ৪৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে ৩৯ জনই সরাসরি সরকার দলীয় শিক্ষক সংগঠন বা দলের সঙ্গে যুক্ত ছিলেন বাকিদের অধিকাংশও নিজেদের সরকারপন্থী দাবি করেন। অন্যদিকে শীর্ষস্থানীয় প্রায় সব বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরেই চলছে দুর্নীতি, নির্যাতনসহ নানা অস্থিরতা।

উপাচার্য নিয়োগে কি তাহলে শুধু রাজনৈতিক পরিচয়ই প্রাধান্য পাচ্ছে? কতটুকু নীতি-নৈতিকতা রক্ষা করা হচ্ছে এক্ষেত্রে? বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার সঙ্গে কি উপাচার্য নিয়োগের পক্ষপাতিত্বের বিষয়টি কোনোভাবে সম্পর্কিত?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আসিফুর রহমান।