উড়োজাহাজ ভাড়া নেওয়ায় বিমানের লোকসান ১১শ কোটি টাকা

By স্টার নিউজ +

দুটি উড়োজাহাজ নিয়ে আসা হয়েছিল মিশর থেকে। কিনতে গেলে দাম বেশি পড়বে, তাই উড়োজাহাজ দুটি আনা হয়েছিল ভাড়া করে। কম বিনিয়োগ, বেশি লাভ- এই ছিল উদ্দেশ্য।

পাঁচ বছরে লাভ দূরে থাক, লোকসান হয়েছে ১১শ কোটি টাকা। অথচ এই অর্থে নতুন একটা উড়োজাহাজই কেন যেত।

এটা কি স্রেফ ব্যবসায়িক নির্বুদ্ধিতা? নাকি পরিকল্পিত হরিলুট?

এ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।