এটিএম কার্ড আকৃতির মোবাইল ফোনে হচ্ছে প্রশ্নফাঁস!

By স্টার ক্রাইম ফাইল

প্রথম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রসহ ১২ কিংবা ১৬ গ্রেডের কর্মচারী নিয়োগ, এমনকি অফিসার পদে নিয়োগ থেকে শুরু করে প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে অহরহ এবং এই প্রশ্নপত্র ফাঁস যেন বর্তমানে একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

আর তাই শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ধরনটাও যেন অনেকটাই পাল্টে গেছে। পরীক্ষার আগে পড়াশোনা করার চেয়ে তারা বেশি ব্যস্ত থাকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের খোঁজ করতে।

কারা করছে প্রশ্নপত্র ফাঁস? 
কীভাবে করছে?
পরীক্ষার্থীদের কাছে কীভাবে পৌঁছে যাচ্ছে এসব প্রশ্নপত্র? 
এই জিজ্ঞাসাগুলো একটি গোলকধাঁধা হলেও সংঘবদ্ধ একই গোলকচক্রেই যেন ঘুরে বেড়ায়।

স্টার ক্রাইম ফাইলের এই পর্বে আমরা উৎঘাটন করার চেষ্টা করেছি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ডালপালা কোথায়? কারা, কাদের মাধ্যমে কীভাবে খুঁজে পায় এই প্রতারকদের? আর প্রতারক চক্র কীভাবে খুঁজে নেয় তাদের টার্গেট?