এত কিছু কি শুধু একটি টিপ নিয়েই?
তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে টিপ পরা নিয়ে হেনস্তার খবরের সামাজিক মাধ্যমে হাজারো কুরুচিপূর্ণ মন্তব্য, কটূক্তি, আলোচনা-সমালোচনার মাঝে বারবারই একটি কথা উঠে আসছে-শুধু একটি টিপ নিয়ে এতকিছুর কী আছে?
কিন্তু এই বিষয়টি কি শুধুমাত্র টিপ বা শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘটনাতেই সীমাবদ্ধ?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নাজিবা বাশার এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম কথা বলেছেন কীভাবে সমাজের প্রত্যেক নারী কী পোশাক পরবে, কীভাবে চলবে, কীভাবে কথা বলবে, কীভাবে ভাববে এবং কীভাবে জীবন চালাবে তার জন্য প্রতিদিন লড়াই করতে হয়।