এনবিআরের সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে ১৫৩ টন পণ্য খালাস!

By স্টার নিউজ+

আবারও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চ সংবেদনশীল সার্ভারে অনুপ্রবেশ করে অন্তত ১৫৩ টন পণ্য খালাস করেছে সাইবার অপরাধীরা। এসব পণ্য থেকে কোনো শুল্ক পায়নি সরকার। এনবিআরের সার্ভারে অবৈধ অনুপ্রবেশের এটি দ্বিতীয় ঘটনা।

এনবিআরের সার্ভারে অবৈধ অনুপ্রবেশের ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।