এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা: যা বললেন সেতুমন্ত্রী

By স্টার নিউজবাইটস

 

এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দিলো ফেরি। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের এই ফেরি গত ৯ আগস্ট ধাক্কা দিয়েছিল পদ্মা সেতুর পিলারে। মঙ্গলবারের ঘটনায় সেতুর কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা হালকাভাবে নিলে চলবে না।

দেখুন স্টার নিউজবাইটসে