ওমিক্রনকে সরকার-জনগণ কেন গুরুত্ব দিচ্ছে না?
এ বছর পহেলা জানুয়ারিতে পুরো দেশে কোভিড শনাক্তের হার ছিল ২ শতাংশ, এর ঠিক ১ মাস পর ফেব্রুয়ারির ১ তারিখে সেটা বেড়ে দাঁড়ালো প্রায় ৩০ শতাংশ। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুততার সঙ্গে এবার পাল্টেছে দেশের করোনা পরিস্থিতি। কিন্তু সাধারণ মানুষ বা সরকার- এবারের কোভিড- ঢেউকে অনেকটাই হালকাভাবে নিয়েছে।
আসলেই কি এবারের পরিস্থিতি হালকাভাবে নেওয়ার মতো? কোভিড মোকাবেলায় এবার সরকারের কেন এই ঢিলেঢালা পন্থা? জনগণের মত সরকারও এখন কোভিড নিয়ে উদাসীন? এর নির্ভার আচরণ কি বড় বিপদের কারণ হতে যাচ্ছে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।