কমিটির গ্রহণযোগ্যতা নেই, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন কীভাবে গঠন হবে?
বড় বিরোধী দলের অধিকাংশই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির ওপর কোনো আস্থা দেখাচ্ছে না। বিএনপি, সিপিবি, বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়নের জন্য কারো নামই জমা দেয়নি। অনেক দল বলছে, শেষ পর্যন্ত আওয়ামী লীগের সুপারিশেই যেখানে নির্বাচন কমিশন গঠন করা হবে, সেখানে নাম জমা দেওয়ার কোনো অর্থ নেই!
যদি সার্চ কমিটিরই গ্রহণযোগ্যতা না থাকে, তবে এই সার্চ কমিটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন কীভাবে গঠন করবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিষয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।