করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত করুণ হতে চলেছে!
স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি হবে অত্যন্ত করুণ। কিন্তু, সরকার এর মধ্যেই চলমান বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ জুলাইয়ের পর থেকেই চালু হতে যাচ্ছে গণপরিবহণ, খোলা হবে দোকান-পাট, বসবে পশুর হাট। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। লকডাউন শিথিল করলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হতে পারে দ্বিগুণ। তাহলে সরকার কেন এমন সিদ্ধান্ত নিলো?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পার্থ প্রতীম ভট্টাচার্য্য।