করোনায় সবজি চাষি দম্পতির সচ্ছল জীবনের স্বপ্নভঙ্গ
করোনার প্রাদুর্ভাবে কৃষি প্রধান বাংলাদেশের অসংখ্য কৃষকের মতো সবজি চাষি নাসির আলী দম্পতি দাঁড়িয়ে আছেন সর্বনাশের মুখে। একসময় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। সংসারে অভাব অনটন লেগেই থাকতো। সবজি চাষে ভাগ্য ফিরেছিল তার। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় থমকে গেছে নাসির আলীর এগিয়ে যাওয়ার পথ।
দেখুন স্টার নিউজবাইটসে।