‘কর্ম নাই চাকরি দ্যান, ঘরে ভাত নাই ত্রাণ দ্যান’

By স্টার নিউজবাইটস 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে আসা দরিদ্র মানুষের জটলা দেখা যাচ্ছে প্রতিদিনই। কমলাপুরের টিটি পাড়ায় মঙ্গলবার দুপুরে দেখা যায় ডাল-তেল-চিনি কিনতে আসা শত শত মানুষের ভিড়।

স্টার নিউজবাইটসে শুনুন সেখানে দাঁড়িয়ে থাকা এক মায়ের আর্তনাদ।