কলকাতা বইমেলা: থিম কান্ট্রি ‘বাংলাদেশ’

By স্টার স্পেশাল

শুরু হয়েছে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সল্টলেক সিটির সেন্ট্রাল পার্কে এই মেলার এবারের থিম কান্ট্রি বাংলাদেশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর‌ ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর—সব মিলিয়ে এবার কলকাতা ব‌ইমেলা এক অন্য মাত্রা পেয়েছে।

আজকের স্টার স্পেশালে থাকছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার কথা।