কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরিদপুরের পথে ৪ কৃষক

By স্টার নিউজবাইটস

কাজের খোঁজে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ফরিদপুরে যাচ্ছেন চার কৃষক। গতকাল ভোরে পান্তা ভাত খেয়ে রওনা দিয়েছেন তারা। আশা করছেন আজ মঙ্গলবার বিকেল নাগাদ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ফরিদপুরে পৌঁছে যাবেন।

লকডাউনের মধ্যে কখনো ভ্যান, কখনো সিএনজি অটোরিকশা—পথে যা পেয়েছেন তাতেই চড়ে বসেছেন। এই দীর্ঘ পথে মেলেনি দূরপাল্লার কোনো যানবাহন।

দেখুন স্টার নিউজবাইটসে।