কাজে আসছে না প্রায় ৭০০ কোটি টাকার বাস স্টপেজ প্রকল্প
প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প ডেডিকেটেড সার্ভিস লেন এবং বাস-বে বা বাস স্টপেজ। এই প্রকল্পের আওতায় গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড ও মার্কেট এলাকায় ডেডিকেটেড সার্ভিস লেন এবং বাস স্টপেজ নির্মাণের কাজও প্রায় অর্ধেক শেষ।
কিন্তু, ঢাকা-নবীনগর মহাসড়কের বাসস্ট্যান্ড ও মার্কেট এলাকায় স্টপেজের জন্য তৈরি আলাদা লেন ব্যবহার করছে না অধিকাংশ বাস। ফলে, পুরো মহাসড়ক জুড়েই তৈরি হচ্ছে প্রচণ্ড যানজট।
বাসচালকরা কেন এই লেন ব্যবহার করছেন না? লেন চালুর আগে বাসচালক ও হেলপারদের লেন ব্যবহারের বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি না? জনসাধারণের এই অবর্ণনীয় ভোগান্তির দায় কার?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ঢাকা-নবীনগর মহাসড়কে যানজট ও চালকদের জন্য নির্ধারিত স্টপেজ ব্যবহার না করা নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।