কার্তিকপুর গ্রাম আজও কর্মচঞ্চল মৃৎশিল্পীদের কর্মযজ্ঞে

By ইনসাইড বাংলাদেশ

এক সময় গ্রামীণ মেলা মানেই ছিল নানান রকম মাটির সরা, শখের হাঁড়ি, চাল রাখার পাত্র বা মটকা, টেপা পুতুল, টেরাকোটা, বিভিন্ন আকারের মাটির কলসি, ছোট খেলনা, ফুলদানি, সানকি আরও কত কী!

অথচ বাঙালিয়ানার আমেজ এই মৃৎশিল্প আজ যান্ত্রিক সভ্যতার সঙ্গে লড়াই করে ধুকে ধুকে টিকে আছে। টিকে থাকার লড়াইয়ে আজও শামিল আছেন শরীয়তপুরের কার্তিকপুর গ্রামের পালপাড়ার মৃৎশিল্পীরা।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে কার্তিকপুর গ্রামের পালপাড়ার গল্প।