কীভাবে নদীর মালিকানা পেল হবিগঞ্জের একটি পরিবার?

By স্টার স্পেশাল

হবিগঞ্জের সুটকি নদী। একটি পারিবার ২৩ কিলোমিটার দীর্ঘ এই নদীটির মালিক। আহমেদ জুলকার নাঈন এবং তার পরিবার শুধু নদীটি ভোগ-দখলই করছেন না, নদীটি তাদের পারিবারিক প্রতিষ্ঠান ইয়াহিয়া ফিস ইন্ডাস্ট্রিজের কাছে লিজও দিয়েছে। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী নদীর একক এবং একমাত্র মালিক সরকার।

তাহলে, এই আইন লঙ্ঘন করে কীভাবে নদীটির মালিক বনে গেল একটি পরিবার? নদী লিজ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা কি বৈধ?

এসব প্রশ্নের উত্তর পেতে দেখুন আজকের স্টার স্পেশাল।