কৃষক আরুনী সরকারের উদ্ভাবন আমনের নতুন ৬ জাত
কৃষক আরুনী সরকার দীর্ঘ ১২ বছরের চেষ্টায় আমন ধানের জলবায়ু সহিষ্ণু ছয়টি নতুন জাত উদ্ভাবন করেছেন।
খুলনার বটিয়াঘাটার গঙ্গারামপুর গ্রামের এই কৃষকের স্বপ্ন ছিল আমন ধানের নতুন জাত উদ্ভাবন করবেন, যার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জমিতে বেশি ফলন হবে। পূরণ হয়েছে তার সেই স্বপ্ন। স্থানীয়ভাবে চাষ করা হচ্ছে এই নতুন জাতের ধান।
আরুনীর উদ্ভাবিত এই ধান নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।