কেন বাড়ল বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর টোল?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

দেশের বড় দুই সেতু বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুতে টোলের খরচ বেড়েছে ১০ থেকে ৫০ শতাংশ। সেতু বিভাগ থেকে বলা হয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ব্যয় যোগাতে অতিরিক্ত টোল আদায় করা হবে।

কিন্তু সেতু রক্ষণাবেক্ষণে বাজেট বাড়ানোর প্রয়োজন পড়ছে কেন? যানবাহনের ধরন অনুযায়ী টোলের পরিমাণ কেমন হতে পারে? টোল বাড়ানোর এই সিদ্ধান্ত কি সবার কথা মাথায় রেখে এবং যথাযথ নিয়ম মেনে নেওয়া হয়েছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে বর্তমানে দেশের সবচেয়ে বড় দুটি সেতুর টোল বেড়ে যাওয়ার প্রসঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।