কেমন আছেন সুন্দরবনের আত্মসমর্পণ করা ডাকাতেরা?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

এক সময় সুন্দরবনের মানুষের কাছে বাঘের চেয়ে ডাকাতের ভয় বড় ছিল। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া দুর্ধর্ষ ডাকাত দল বনে মাছ ধরতে যাওয়া জেলে, বন কর্মকর্তা ও পর্যটকদের জন্য ত্রাস হয়ে উঠেছিল। ডাকাতি, অপহরণ, হত্যা, অগ্নিসংযোগ—কোনো অপরাধই বাদ রাখেনি তারা। ২০১৬ সাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আত্মসমর্পণ শুরু করে এসব ডাকাত দল। ২০১৮ সালে সরকার সুন্দরবনকে ডাকাতমুক্ত ঘোষণা করে।

কিন্তু আত্মসমর্পণ করা ডাকাতরা এখন কী করছেন? তারা কি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন? আইনগতভাবে তারা কি এখন মুক্ত? কেমন আছেন সুন্দরবনের সাধারণ মানুষ?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নাজিবা বাশারের সঙ্গে সুন্দরবনের আত্মসমর্পণকারী ডাকাতদের বর্তমান জীবন নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান।