কেমন ছিল শরীয়তপুরের ঐতিহ্যবাহী রামসাধুর মেলা?
শেষ হলো বাঙালির ঐতিহ্যবাহী পণ্য দিয়ে সাজানো রাম ঠাকুরের মেলা। স্থানীয়দের কাছে এটা রামসাধুর মেলা নামে পরিচিত। মেলাটি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ডিংগামানিক ইউনিয়নে মাঘ মাসের শেষ ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী সত্যনারায়ণ সেবামন্দির প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উপলক্ষে ৩ দিনের এই মেলার আয়োজন করা হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি।
ইনসাইড বাংলাদেশে আজ থাকছে ঐতিহ্যবাহী রামসাধুর মেলা।