কোডা: নিঃশব্দ পরিবারে বেড়ে ওঠা এক সংগীতপ্রেমীর গল্প

By স্টার মুভি রিভিউ

১৭ বছর বয়সী রুবি তার পরিবারের একমাত্র সদস্য যে কানে শুনতে পায়, কথা বলতে পারে। বাবা, মা ও ভাই – মূক-বধির। তাদের সঙ্গে রুবি শুরু করে মাছ ধরার কাজ। অন্যদিকে, নিঃশব্দ পরিবারে বড় হওয়া রুবির স্বপ্ন সংগীতশিল্পী হওয়ার।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে বোদ্ধাদের প্রশংসার পাশাপাশি দর্শকদের ভালোবাসা পেয়েছে। মাত্র ১০ মিলিয়ন ডলারে এই চলচ্চিত্র রেকর্ড ২৫ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে অ্যাপল টিভি প্লাস।

গত আগস্টে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া 'কোডা' নিয়ে স্টার মুভি রিভিউয়ে দেখুন সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।