‘ক্ষুধার্ত অবস্থায় এখান থেকে কেউ ফেরত যাবে না’

By ইনসাইড বাংলাদেশ

গুলিস্তানের কোলাহল থেকে একটু সামনে এগোলেই নবাবপুর রোডের শেষ প্রান্তে শ্রীশ্রী রাধাশ্যাম জিউ ঠাকুর বিগ্রহ মন্দির। তার পাশেই মদনমোহন অন্নছত্র ট্রাস্ট গত ৯৭ বছর ধরে গরিবদের বিনামূল্যে খাবার পরিবেশন করে আসছে।

'ক্ষুধার্ত অবস্থায় এখান থেকে কেউ ফেরত যাবে না'—এটাই ট্রাস্টের মূলনীতি।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ছোট-বড় সবাইকে এখানে সাদরে গ্রহণ করা হয়।

ট্রাস্টটির শুরু ১৯২৪ সালে। তখন থেকেই একই নিয়মে চলছে এই কার্যক্রম।

ইনসাইড বাংলাদেশে দেখুন মদনমোহন অন্নছত্র ট্রাস্টের মানবিক মহাযজ্ঞের গল্প।