খরস্রোতা লৌহজং এখন মরা খাল
এক সময়ের প্রবল স্রোতস্বিনী নদী লৌহজং। এই নদীতে চলতো মালবোঝাই বড় নৌকা, যাত্রীবাহী লঞ্চ। অপরিকল্পিত স্লুইস গেট, নদীর পাড় দখল, বর্জ্য আর দূষণে টাঙ্গাইলের এই নদীটি এখন মৃতপ্রায়।
আজকের নিউজ প্লাসে আমরা জানার চেষ্টা করবো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প কীভাবে একটি নদীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।