খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ নেবে প্রভাবশালী মহল?
তিন বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। অভিযোগ উঠেছে, শক্তিশালী একটি মহলের প্রভাবে শুধুমাত্র ২৫টি বাংলাদেশি এজেন্সিই এই অভিবাসনের দায়িত্ব পেতে পারে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এমন হলে মালয়েশিয়া যেতে শ্রমিকদের গুণতে হবে অতিরিক্ত টাকা। আবারো তৈরি হবে সিন্ডিকেট, যে কারণে তিন বছর আগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের অভিবাসন চুক্তিতে কী আছে? কেন মালয়েশিয়া বা অন্যান্য দেশে অভিবাসনে বাংলাদেশের শ্রমিকদের বেশি খরচ হয়?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন জটিলতা নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার পরিমল পালমা।