গদখালী বাজারে ৩ দিনে ২৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা
বসন্ত বরণসহ ৩টি উৎসবকে কেন্দ্র করে ঘুরে দাঁড়িয়েছে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীর ফুলের বাজার। দাম বেড়েছে সব ধরনের ফুলের। করোনার ২ বছর পর হাসি ফুটেছে ফুল চাষিদের মুখে। ধারণা করা হচ্ছে, ৩ দিনে এবার অন্তত ২৫ কোটি টাকার ফুল বিক্রি হবে।
গদখালী ফুল বাজারে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা নিয়ে আজকের স্টার নিউজবাইটস।