গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি: বানসালির দুনিয়ায় আলিয়া চমক!
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সম্প্রতি মুক্তি পেয়েছে। সত্য ঘটনা ও চরিত্র থেকে অনুপ্রাণিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
ছবির গল্পে তার চরিত্র 'গঙ্গা' হয়ে ওঠে এক 'মাফিয়া কুইন'—গাঙ্গুবাঈ। এ ছবিতে আরও আছেন অজয় দেবগন, বিজয় রাজ ও সীমা পাহওয়া।
এ ছবি থেকে কী আশা করতে পারেন দর্শক? এর শক্তিশালী ও দুর্বল দিকগুলো কী কী? ছবিটি কাদের ভালো লাগবে, আর কাদের লাগবে না? স্টার মুভি রিভিউ-এ এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সৈয়দ নাজমুস সাকিব।