গাছ বিনিময় মেলা
গাছের বিনিময়ে গাছ! যেমন ধরুন আপনার সংগ্রহে ২টি ক্যাকটাস আছে, এর একটির বিনিময়ে আপনি নিতে পারেন অন্য কোনও গাছ।
প্রতি মাসের শেষ শুক্রবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে বসে অভিনব এই বিনিময় মেলা।
ফেসবুকভিত্তিক ২টি গ্রুপের আয়োজনে জেড প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্ট ও রকমারি ক্যাকটাসের সদস্যদের সঙ্গে বিনিময় করা যায় বিভিন্ন ধরনের বীজ ও চারা।
গাছ বিনিময়ের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।