গাজীপুরে প্রায় ৩০০ পরিবারের জীবিকার উৎস শাপলা
সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি জীবিকারও সুযোগ সৃষ্টি করেছে জাতীয় ফুল শাপলা। বর্ষা শুরুর পর শ্রাবণ থেকে অগ্রহায়ণ পর্যন্ত গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার নলগাঁও, প্রহলাদপুর, ডুমনী, লক্ষ্মীপুর—এই চার গ্রামের কমপক্ষে ৩০০ পরিবার শাপলা বিক্রি করে অর্থ উপার্জন করে।
দেখুন স্টার নিউজবাইটসে।