গুরুদুয়ারা নানকশাহী: ‘লঙ্গরখানা’র দরজা সবার জন্য খোলা

By ইনসাইড বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয় গুরুদুয়ারা নানকশাহী।

প্রতি শুক্রবারে সাপ্তাহিক প্রার্থনার পর থাকে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের অনুসারী সেখানে যেতে পারেন।

ইনসাইড বাংলাদেশে থাকছে গুরুদুয়ারা নানকশাহীর গল্প।