গ্রহণযোগ্য নির্বাচন কমিশন বাছাইয়ে সার্চ কমিটি কি সক্ষম?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের ৯ দিনের মাথায় প্রকাশ করা হলো কমিশন গঠনের সার্চ কমিটি।

কেমন হলো সার্চ কমিটি? কারা আছেন কমিটিতে? সমালোচনার ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও যোগ্য সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করে আনতে এই সার্চ কমিটি কি সক্ষম?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ওয়াসিম বিন হাবিবের সঙ্গে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।