গ্রামবাসীদের সঙ্গে নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সুমির

By স্টার নিউজ+

দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ থেকে বেরিয়ে সহপাঠীরা যেখানে সরকারি চাকরির পিছে ছুটছেন, সেখানে রাজিয়া সুলতানা সুমি ফিরে গিয়েছেন গ্রামে। বোনের কর্মসংস্থানে সাহায্য করতে এবং বাবার পেশাকে সম্মানের জায়গায় ফিরিয়ে আনার ইচ্ছা সুমিকে ভার্মিকম্পোস্টের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে তার আত্মকর্মসংস্থানের এই পথ মসৃণ ছিল না‌ মোটেও।

তার সাফল্য নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে তার পেছনের গল্প।