ঘণ্টার ব্যবধানে যমুনায় বিলীন ২০টি ঘর

By স্টার নিউজবাইটস

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অর্ধশতাধিক মানুষের বসতবাড়ি, সাজানো সংসার সব কেড়ে নিয়েছে যমুনার ভয়াল স্রোত। আকস্মিক নদী ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাচিল শরিফের মোড় এলাকায় সর্বস্ব হারিয়ে মানুষগুলো মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে।

দেখুন স্টার নিউজবাইটসে।