চট্টগ্রামে কর্ণফুলীর বুকে পলিথিনের ভয়াবহ চর!

By স্টার অন দ্য স্পট

পরিবেশের জন্য চরম হুমকি পলিথিন গ্রাস করে ফেলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। নদীর তলদেশে এখন ২৫ ফুট পলিথিনের আস্তরণ।

 

নগরীর ৩৭টি খাল দিয়ে কর্ণফুলীতে এসে পড়ছে চট্টগ্রামের প্রায় সকল পলিথিন বর্জ্য। তাতে তৈরি হয়েছে পলিথিনের বিশাল স্তূপ। যেন কর্ণফুলীর বুকে তৈরি হয়েছে পলিথিনের ভয়াবহ চর।

দ্য ডেইলি স্টারের সাংবাদিক মিজানুর রহমান গিয়েছিলেন কর্ণফুলী নদীর পারে, দেখেছেন এবং জানার চেষ্টা করেছেন সেখানকার অবস্থা। কর্ণফুলীর বর্তমান অবস্থা নিয়ে তার অভিজ্ঞতা দেখুন স্টার অন দ্য স্পটে।