চট্টগ্রামে সবজি বিক্রেতার অভিনব উদ্যোগ ‘সবজি ডোনেশন’
দোকানের একপাশে বক্সে রাখা আছে কিছু সবজি আর ওপরে টানানো একটি ব্যানার। যার প্রয়োজন তিনি চাইলে নিয়ে যেতে পারবেন সেই বক্সে রাখা সবজি।
চট্টগ্রামের কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকার এক সবজি বিক্রেতার এমন অভিনব এবং জনহিতকর উদ্যোগ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দেখুন স্টার নিউজবাইটসে।