চট্টগ্রাম বন্দরের সার্ভারে সাইবার অপরাধীদের অবাধ বিচরণ

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অনুপ্রবেশ করে পৌনে ১৩ কোটি টাকা মূল্যের ২৪টি রপ্তানি চালানের ভূতুড়ে তথ্য তৈরি করেছে সাইবার অপরাধীরা। বোর্ডের যথাযথ নিরীক্ষণ ছাড়াই চালানগুলো রাজস্ব বোর্ডের সবুজ সংকেত দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের দাবি, হাইলি সিকিউরড এই সার্ভারে গত কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার অপরাধীরা অনুপ্রবেশ করল। এর আগেও ২০১৯ সালে একইভাবে হাজার হাজার রপ্তানি এবং আমদানি চালান পরীক্ষা ছাড়াই খালাস করা হয়েছে। রাজস্ব বোর্ড জানে না সেসব চালানে কী যাচ্ছে-আসছে। বাংলাদেশ হারিয়েছে কোটি টাকার রাজস্ব।

সাইবার অপরাধীরা কীভাবে এই সার্ভারে প্রবেশ করেছে? এরকম অনুপ্রবেশ কতটা বিপজ্জনক? এর সঙ্গে কি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো যোগসূত্র আছে? জড়িতদের কি চিহ্নিত করা গেছে?

জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে সাইবার আক্রমণ নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় দ্য ডেইলি স্টারের চট্টগ্রাম অফিস থেকে যুক্ত হয়েছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মোহাম্মদ সুমন।