চট্টগ্রাম বন্দরে নিলামের অপেক্ষায় বিলাসবহুল গাড়ি

By স্টার নিউজবাইটস

বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ফোর্ড, ল্যান্ড রোভার, লেক্সাস, মিতসুবিশি, টয়োটা—কী নেই চট্টগ্রাম বন্দরে নিলামের অপেক্ষায় থাকা গাড়ির তালিকায়। এসব গাড়ি কিনতে আগামী বুধ ও বৃহস্পতিবার অনলাইন ও দেশের বিভিন্ন স্থানে রাখা টেন্ডার বক্সের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে সাধারণ মানুষ।