ছত্রাকের আক্রমণে গোলাপ গ্রামে লাখ টাকার ক্ষতি
সাভারের গোলাপ গ্রামে গত মৌসুমেও মাঠের পর মাঠ জুড়ে ছিল গোলাপের বাগান। কিন্তু, ছত্রাকের আক্রমণে এবার সেখানে পড়ে আছে সারি সারি মরা ফুল। ফলে, মহামারির ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও লোকসানের মুখে পড়েছেন গোলাপ চাষিরা।
গোলাপ বাগানে ছত্রাকের আক্রমণ এবং কৃষকের ক্ষতি নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনটির সার-সংক্ষেপ।