জনপ্রশাসন: প্রারম্ভিক পদ খালি, উচ্চপদে অতিরিক্ত পদোন্নতি

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

 

অতিরিক্ত সচিব পদে ৯৯টি পদের বিপরীতে পদধারী আছেন ৩০৯ জন, আর যুগ্ম সচিবে ৩৭০ পদের জায়গায় আছেন ৪৯০ জন। অন্যদিকে প্রারম্ভিক পদগুলোর অনেকগুলোই পড়ে আছে শূন্য অবস্থায়।

একাধিক সাবেক সরকারি আমলা ও বিশ্লেষকরা বলছেন, এরকম বৈষম্য নিয়ে রাষ্ট্র পরিচালনার আমলাতন্ত্র ঠিকভাবে চলতে পারে না।

কী কারণে এ ধরনের অস্বাভাবিক পদোন্নতি? এর কী প্রভাব পড়ছে দেশের রাষ্ট্র পরিচালনা ও আমলাতন্ত্রে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে জনপ্রশাসনের পদ সংখ্যা ও পদধারী কর্মকর্তার ভারসাম্যহীনতা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।