জনপ্রিয়তা বাড়ছে হাটহাজারীর চালের জিলাপির!
জিলাপি তো সবাই খেয়েছেন, কিন্তু চালের জিলাপি? চট্টগ্রামের হাটহাজারীতে চালের গুড়া ও গুড়ের তৈরি জিলাপি এর রেসিপি ও স্বাদের জন্য সুপরিচিত।
এই জিলাপির মিষ্টি সুগন্ধ আপনাকে সহজেই টেনে নিয়ে যাবে দোকানের কাছে। মজার ব্যাপার হলো- এই জিলাপি পাওয়া যায় শুধু ৩ মাস।