জন্মগত ত্রুটি নিয়ে আলোচনায় ২৬ কেজি ওজনের ‘রানী’
রাজধানী ঢাকার অদূরে চারিগাঁও এলাকার একটি খামারে ২০ ইঞ্চি উচ্চতা এবং ২৬ কেজি ওজনের সাদা রঙের ছোট্ট গরুকে নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়েছে। নাম তার রানী, বয়স দুই বছর। রানীর গলায় ঘণ্টা বাঁধা।
টুংটুং শব্দ করে যখন সে হাঁটে, তখন পায়ের দিকে তাকালে তার জন্মগত ত্রুটির বিষয়ে আর সন্দেহ থাকে না।
এ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। আজকে স্টার নিউজ প্লাসে থাকছে রানীর গল্প।