জমি দখলে অস্তিত্ব সংকটে শতবর্ষী দাতব্য প্রতিষ্ঠান

By ইনসাইড বাংলাদেশ

প্রায় ১০০ বছর আগে প্রতিষ্ঠিত শ্রী শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট শহরের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এই দাতব্য প্রতিষ্ঠানটির নামে শহরের গোশালা রোড ও গোশালা বাজারের নামকরণ হয়। নিয়মিত পূজা-অর্চনা ও হিন্দু জনগোষ্ঠীর কল্যাণে প্রতিষ্ঠিত এই সোসাইটি জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠে। ১৪ একর সম্পত্তির মালিক হয়েও প্রতিষ্ঠানটি এখন আর্থিক দীনতায় অস্তিত্ব সংকটে পড়েছে।

ইনসাইড বাংলাদেশে থাকছে শ্রী শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটির সংকটের কথা।