জাতিসংঘে প্রথমবার সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব গৃহীত

By স্টার নিউজপ্লাস

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতার জবাবদিহি নিশ্চিত এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিয়ে একটি প্রস্তাব জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার পর বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এই প্রথম কোনো প্রস্তাব সর্বসম্মতভাবে জাতিসংঘে গৃহীত হলো।

জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ে প্রস্তাব গৃহীত হওয়া নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন।  স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির উল্লেখযোগ্য কিছু অংশ।