জাহাজ ভাঙা শিল্প মালিকদের কাছে পরিবেশ অধিদপ্তরের নতি স্বীকার?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প এখন আর সর্বোচ্চ দূষণ বিবেচনার 'লাল' শ্রেণির নয়। বরং তুলনামূলক কম দূষণকারী 'কমলা' শ্রেণির শিল্প। শ্রেণি পরিবর্তনের ফলে এখন শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনের আগে পরিবেশগত সমীক্ষার প্রয়োজন হবে না

এক অর্থে বলা যায় জাহাজ ভাঙা শিল্পের মালিকদের চাপে নতি স্বীকার করেছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু কেন? কোন যুক্তিতে পরিবেশ অধিদপ্তর জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তন করল? শ্রেণি পরিবর্তনের ফলে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পরিবেশের উপর জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনের প্রভাব নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফ।