‘জোহা হল কথা কয়’ এ যেন স্বচক্ষে দেখা একাত্তর!
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মসূচি অনুযায়ী ৬৪ জেলায় বধ্যভূমিতে 'গণহত্যার পরিবেশ থিয়েটার' নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে 'জোহা হল কথা কয়' নাটকটির মঞ্চায়ন হয়। ৭১ মিনিটের নাটকটিতে ২২১ জন কলাকুশলী অংশগ্রহণ করেন।