সাদের প্রতিভা বিস্ময় জাগানিয়া
তার পড়ার টেবিলে নানা জটিল বিষয়ের বই সাজানো। পাশে ল্যাপটপ। আপন মনে লিখে চলেছে ৭ বছরের এক শিশু, অনন্য প্রতিভার কারণে যাকে বলা হচ্ছে বিস্ময় বালক।
নিমেষেই সে আঁকতে পারে যেকোনো দেশের মানচিত্র। সমাধান করতে পারে জটিল সব জ্যামিতিক সমস্যার। আয়ত্ত করেছে সৌরজগৎ বিষয়ক জটিল সব ধারণা।
বড় হয়ে সে হতে চায় মহাকাশ গবেষক, করতে চায় জটিল সব গাণিতিক সমস্যার সমাধান।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে ঝিনাইদহের কালীগঞ্জের বিস্ময় বালক সামিউল আলিম সাদের গল্প।