ঝুঁকিপূর্ণ নির্মাণাধীন ভবনে ৫ হাজার শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা!

By স্টার নিউজবাইটস্

এখনো শেষ হয়নি ভবনের কাজ। বিভিন্ন জায়গায় পড়ে আছে খোলা রড ও ইট বালুর স্তূপ; নেই কোনো আসবাবপত্র। অর্ধনির্মিত, ঝুঁকিপূর্ণ এমন ভবনেই ডেকোরেটর থেকে ভাড়া করে আনা চেয়ার, স্কুল থেকে আনা বেঞ্চ-টেবিল বসিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ দিনের ভর্তি পরীক্ষা।