টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ নিপুণের, অস্বীকার করলেন জায়েদ!

By স্টার নিউজবাইটস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে সরব এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। কিছুক্ষণ আগে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান।