টিকার ক্ষেত্রেও কি বৈষম্যের শিকার তৃতীয় লিঙ্গের মানুষ?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

সরকার ২০১৩ সালে তাদেরকে "তৃতীয় লিঙ্গ" হিসেবে স্বীকৃতি দেয়। আশা ছিল, তারাও সব অধিকার নাগরিক অধিকার ভোগ করবেন। কিন্তু বাস্তব চিত্র কি আসলেই তাই? সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকালেই চোখে পড়ে প্রতিনিয়ত কেমন বৈষম্য এবং বঞ্চনার শিকার  হতে হয় তাদের। করোনা পরীক্ষা ও টিকা নিতে গিয়ে প্রতিনিয়তই  অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে টিকা নিতে যাওয়া তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি বৈষম্য ও বঞ্চনা নিয়ে দেবজানি শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক নীলিমা জাহান।