টিকে থাকার লড়াইয়ে কমলাপুর রেলস্টেশনের বুকস্টল

By ইনসাইড বাংলাদেশ

নানা কাজে প্রতিদিন কমলাপুর রেলস্টেশন দিয়ে যাতায়াত করে হাজারো মানুষ। আপনিও হয়তো মাঝে মাঝে বা নিয়মিত কমলাপুর রেলস্টেশন দিয়ে আসা-যাওয়া করেছেন।

কিন্তু, কখনো কি স্টেশনের প্রবেশপথে বইয়ের দোকান দুটি আপনার নজরে পড়েছে? পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভ্রমণকারীদের বিনোদনের জন্য নানা বিষয়ের বই বিক্রয় করছে 'ক্যামলট বুক স্টল' এবং 'সৃজনী'। মোবাইল ফোন আর ফেসবুকের এই যুগে পাঠক পাওয়া এখন দুষ্কর। এছাড়া, সময় এবং রুচি পরিবর্তনের প্রভাব পড়েছে এই দুটি বইয়ের দোকানে।

কমলাপুর রেলস্টেশনের ঐতিহ্যবাহী বইয়ের দোকান নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।