টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছেন রিকশাচালকরা

By স্টার নিউজ বাইটস

কাজের সন্ধানে অসংখ্য হতদরিদ্র মানুষ ঢাকায় আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রিকশা চালিয়ে ভাগ্য ফিরবে অথবা তিন বেলা খাবার জুটবে, এই ভাবনায় পরিবার-পরিজন ফেলে তারা ঢাকার অলিগলিতে তিন চাকার স্বপ্ন টেনে বেড়ান।

স্টার নিউজবাইটসে দেখুন কোভিড-১৯ মহামারি কীভাবে অক্লান্ত পরিশ্রমী এই মানুষগুলোকে ঠেলে দিয়েছে দরিদ্রতার চূড়ান্ত সীমায়।